• ফাগুন-শ্রাবণ
    কবিতা,  ফজলুল হক,  সাহিত্য

    ফাগুন শ্রাবণ, রোদনের নীলজল, ভালবাসা সন্তর্পণে

    ফাগুন শ্রাবণ ফজলুল হক   কী সোনা ফলা কপাল তোমার! যেখানেই হাত ছোঁয়াও, গোলাভরে স্বপ্ন-ফসলে। যেদিকে দৃষ্টি মেলো, নিমিষেই হয়ে যাও প্রশান্ত নদী রসিক মাঝি ভিড়ায় নাও অনুরাগে; যে পথেই হেঁটে যাও বেঢপ শব্দে হয়ে যাও সবুজ অরণ্য, বাহারী পাখিদের কলকাকলিতে আচানক মুখরিত হও প্রাণের উচ্ছ্বাসে। তোমার আঙিনায় বসন্তের সোঁদা গন্ধ ছড়ানো পরাগ খোঁজে রঙিন প্রজাপতি; আমার ফাগুন চোখে শ্রাবণধারা ফুল ঝরা দিন। ভেবে ভেবে এই অতুল তোমাকে, দিনের ক্লান্তিশেষে আযানের অমোঘ সুরে ভেসে আসে প্রার্থনা-সন্ধ্যা আর ফেলে আসা প্রজাপতি দিন! বালুচর কপাল আমার বপন করি স্বপ্নের বীজ ফলে দূর্বাঘাস। অদিতি,তোমাকে আর হিংসে হয় না আমি এক অভ্যস্ত চাষী। আরও…

error: Content is protected !!