রুটিন-কষ্ট
কবিতা,  জাহাঙ্গীর পানু,  সাহিত্য

রুটিন কষ্ট

রুটিন কষ্ট

জাহাঙ্গীর পানু

 

গল্পটা নিত্যদিনের-
বাজারের ব্যাগ হাতে ছুটে চলা কারো দীর্ঘশ্বাস।
সবকিছুর দাম প্রতিনিয়তই হু হু করে বাড়ছে-
চাউল-ডাউল, রকমারি সবজি, মশলা অথবা ভোজ্যতেল।
রিকসা-ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার,
ফুটপাতে কোদাল কাস্তে হাতে বসে থাকা দিনমজুর,
স্কুলের বারান্দায়, অফিস করিডোরে
কিংবা পত্রিকায় পাতায় চশমার ফাঁকে চোখ বুলানো
মধ্য বয়স্ক কোনো পিতার লুক্কায়িত আর্তনাদ।
মাস শেষে যে টাকাটা পকেটে আসে-
তাতে কি চলবে সারামাস?
নিজের ঔষধ, সন্তানের পড়াশোনার খরচ,
বই, খাতা, কলম, গ্যাস, বিদ্যুৎ,পানির বিল,
কোন কিছুরই নেই মূল্যের স্থিরতা।
পুঁজিবাদীদের খপ্পরে আজ গোটা বাজার ব্যবস্থা।
প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাবার উন্মত্ত প্রতিযোগিতায় লিপ্ত সবাই
সাইরেন বাজিয়ে পীচ ঢালা পথে ছুটে চলে
নতুন মডেলের পাজেরো গাড়ি।
কৃত্রিম সংকটে দাম বাড়িয়ে দিয়ে; আয়েশে ভিতরে বসে
তৃপ্তির হাসি।
পূর্বাচলের নতুন হাউজিং প্রজেক্টটির দ্রুতই ডেভলপমেন্ট করতে হবে।
উত্তরার নতুন আপার্টমেন্ট প্রজেক্টিতে টাইলস বসাতে হবে।
আরো কত রকম রঙিন স্বপ্নের বাস্তবায়ন।
চারিদিকে উন্নয়নের ঝলমলে আলোর বিচ্ছুরণ।
অথচ, মধ্য বিত্তের বুকের ভিতরের যন্ত্রণা
দিন দিন বেড়েই চলেছে।
এতসব রঙিন স্বপ্নের ভীড়ে গাড়ির চাকায় পিষ্ট 
লাখ কর্মজীবি মানুষের বেঁচে থাকার প্রানান্তকর প্রচেষ্টা।

 

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

রুটিন কষ্ট

Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!