কেমনে-ভুলবো-মাকে
কবিতা,  সাহিত্য

কেমনে ভুলবো মাকে, প্রতিদান

কেমনে ভুলবো মাকে
আলী হাসান

 

এক স্যার এসে বললো আজকে
ভুলে গেছ নাকি মা কে?
বেশ কিছুদিন হয়ে গেল গত
লেখনি তুমি যাকে!

 

বললাম আমি তা কি হয় কভু?
কেমনে ভুলবো মা?
হৃদয় মাঝারে প্রথিত যে নাম
ভুলতে পারিনা তা।

 

মা মা করে ডাকতে যে চায়
আমার কন্ঠ ধ্বনি,
মা জননী রত্ন যে ছিল
ছিল নয়নের মনি।

 

যেথা দেখি মা অন্য কারো
ধুকরে কাঁদে যে বুক।
মা সোনা যেদিন ওপরে গেছেন
সেদিনই ফুরেছে সুখ।

 

মায়ের যত্ন এমনই রত্ন
অনুভবে পাই আমি,
জীবন চলতে যতজনই আসুক
মা-ই তো ছিলো দামী।

 

মা মা মা কত মধু ডাক
হৃদয় শান্ত করে,
যেখানেই যাই, যেভাবেই থাকি
মা তোমা মনে পড়ে।

 

কবে ফিরে পাবো শান্ত সে কোল
মা নিবে মোরে বুকে!
পরপারে যেন মাকে খুঁজে পাই
দুই-এ থাকি যেন বড় সুখে।

 

প্রতিদান

 

হৃদ মাঝারে রাখিবে যাদের
তারাই করবে হৃদয় ভাগ,
তাদের কাছেই ফিরে যেতে হয়
শুকাতে ক্ষত হৃদয় দাগ।

 

যারা আমারে ব্যাথা দিয়ে যায়
তাদের জন্য জীবন দান,
কথার আঘাতে ক্ষতবিক্ষত
তবুও রাখিবো তাদের মান।

 

ভুল বুঝলে বুঝুক তবে
তবুও আমি তাদের তরে,
সুখ স্মৃতি গুলো মনে পড়ে যায়
তাদের কথাতেই প্রাণ ভরে।

 

যারা আমারে পর করে দেয়
তাদের তরে এই মন কাঁদে,
জীবন যুদ্ধে যদিও আমি
শত্রু জালে পরি ফাঁদে।

 

তারা আমাকে ভুলিয়া গেলেও
আমি তাদেরকে ভুলবোনা,
যতই হৃদয়ে জ্বলে পুড়ে যাক
তাদের ভুল আর তুলবোনা।

 

মানব জীবন পেয়েছি যখন
কষ্ট আমি পাবই তো,
আপন মানুষ কষ্ট দিলেও
তার কীর্তন গাবোই তো।

 

আপন মানুষ পর হলেও
হৃদমাঝারে ঠিকই রয়,
আপনজনের স্মৃতি নিয়েই
সব যুদ্ধ করব জয়।

 

আরও পড়ুন কবিতা-

হালচাল

বাদল দিন

স্বাধীনতার সাধ

 

ঘুরে আসুন আমাদের ফেসবুক পেইজে

কেমনে ভুলবো মাকে
Facebook Comments Box

প্রকৌশলী আলতাব হোসেন, সাহিত্য সংস্কৃতি বিকাশ এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিবেদিত অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন ‘আমাদের সুজানগর’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক। তিনি ‘আমাদের সুজানগর’ ওয়েব ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক। এছাড়া ‘অন্তরের কথা’ লাইভ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধায়ক। সুজানগর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, শিক্ষা, মুক্তিযুদ্ধ, কৃতি ব্যক্তিবর্গ ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করতে ভালোবাসেন। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে বর্তমানে একটি স্বনামধন্য ওয়াশিং প্লান্টের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেকশনে কর্মরত আছেন। তিনি ১৯৯২ খ্রিষ্টাব্দের ১৫ই জুন পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত হাটখালি ইউনিয়নের সাগতা গ্রামে জন্মগ্রহণ করেন।

error: Content is protected !!